• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নৃত্যাঙ্গনের নজরুল জয়ন্তী উদযাপন

প্রকাশ:  ২৮ মে ২০২৩, ১০:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে গতকাল শনিবার নৃত্যাঙ্গনের আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁদপুর শহরের পুরাণআদালত পাড়াস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে আলোচনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট রাজনীতিবিদ অজয় কুমার ভৌমিক, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, বিশিষ্ট লেখক ডাঃ পীযুষ কান্তি বড়ুয়া, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি  অ্যাডঃ মোঃ হেলাল হোসাইন, খেলাঘর জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর মণ্ডল, নৃতাঙ্গনের সহ-সভাপতি শশাঙ্ক ভূষণ মজুমদার, স্বরলিপি নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি এমআর ইসলাম বাবু, অভিভাবক বিন্দু প্রমুখ।

নৃত্যাঙ্গন সাংস্কৃতিক সংগঠনের সভাপতি প্রফেসর রঞ্জিত কুমার বণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন অধ্যক্ষ রুমা সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাঘর জেলা কমিটির সহ-সভাপতি তপন সেনগুপ্ত, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ জেলা শাখার সভাপতি মুক্তা পীযুষ, চাঁদপুর ড্রামার সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন ভূঁইয়া, অনন্যা নাট্যগোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, নৃত্যাঙ্গন সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা মিলু বণিক, যুগ্ম সাধারণ সম্পাদক ঝন্টু দে, কণ্ঠশিল্পী মৃনাল সরকার, নৃত্যাঙ্গনের দপ্তর সম্পাদক কনিকা রায়সহ অভিভাবকবৃন্দ।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে নৃত্যাঙ্গনের সাংস্কৃতিক সম্পাদক (সংগীত ও নৃত্য পরিচালক) শাওন সাথী, সহ-সাংস্কৃতিক সম্পাদক সৈকত মজুমদার সিজার, সংগীত প্রশিক্ষক সুইটি মজুমদার, নৃত্য প্রশিক্ষক গীতি সানন্দা অথৈর পরিচালনায় একঝাঁক শিশুশিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।