• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর ম্যাটস বিএমএন্ডডিসির স্বীকৃতি পেতে যাচ্ছে

প্রকাশ:  ২৮ মে ২০২৩, ০৯:৩৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (চাঁদপুর ম্যাটস) বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসির) স্বীকৃতি পেতে যাচ্ছে। স্বীকৃতি প্রদানের নিমিত্তে বিএমএন্ডডিসির একটি পরিদর্শন টিম গতকাল শনিবার চাঁদপুর ম্যাটস পরিদর্শন করে। তিন সদস্যের পরিদর্শন টিম চাঁদপুর ম্যাটস পরিদর্শন করে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক মণ্ডলী ও পরিচালকবৃন্দের সাথে মতবিনিময় করেন। তাঁরা পরিদর্শন ও মতবিনিময় শেষে সন্তোষ প্রকাশ করেন এবং এ প্রতিষ্ঠানের উন্নয়নে কিছু দিকনির্দেশনা প্রদান করেন। ২০১১-২০১২ শিক্ষাবর্ষ হতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত স্বীকৃতি প্রদানের লক্ষ্যে তাঁরা এই পরিদর্শনে আসেন।
তিন সদস্যের পরিদর্শন টিমের আহ্বায়ক হচ্ছেন শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ অমর বিশ্বাস। সদস্য সচিব হচ্ছেন বিএমএন্ডডিসির সহকারী রেজিস্ট্রার ডাঃ মোঃ আনোয়ারুল হক ফরাজী, অপর সদস্য হচ্ছেন ঢাকা মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) ডাঃ মোঃ সাইদুর রহমান। এ সময় চাঁদপুর ম্যাটস-এর যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও চেয়ারম্যান ডাঃ হারুন-অর রশিদ সাগর, ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কর্মকার ও পরিচালক মোঃ সামছুল আলমসহ অন্যরা। এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষক মণ্ডলী তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।

সর্বাধিক পঠিত