• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহতলীতে একটি নিরীহ পরিবার হয়রানির শিকার

প্রকাশ:  ২৮ মে ২০২৩, ০৯:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার শাহতলীতে মিথ্যে প্রেমের অভিনয় করে একটি নিরীহ পরিবারকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
লোকমান খান জানান, গত বছর আমার মেয়েকে সুমন পাটওয়ারীর জন্যে বিয়ের প্রস্তাব দিলে আমার ছেলে শান্ত এবং আমার পরিবার এটা মেনে নেয়নি। কিন্তু তারা বিভিন্নভাবে টালবাহানা করে আমার মেয়েকে নেয়ার চেষ্টা করে। এ নিয়ে সুমনের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়। তাই সুমন তার বোন শারমিন আক্তার মিতুকে ব্যবহার করে শান্তের নামে প্রেমের মিথ্যা অভিযোগ এনে শান্তের বাড়িতে তার বোনকে প্রবেশ করিয়ে লোকজন নিয়ে শান্তকে মারধর করার জন্যে আসে এবং প্রাণনাশের হুমকি দেয়। এমনকি শান্তকে তুলে নিয়ে তার বোনের সাথে বিয়ে দিবে বলে জানায়। এ ঘটনার পর ২১ মে গ্রামে সালিসের তারিখ নির্ধারণ করে দেয়া হয়। কিন্তু মেয়ের পক্ষ গ্রাম্য সালিসকে না মেনে থানায় গিয়ে  জিডি করে এবং শান্ত ও আমার পরিবারকে হয়রানি করছে। রাতের বেলায় তার ভাই আমাদের বাসার নিকট এসে গালমন্দ করে থাকে। একটি চক্র আমাদের মানসম্মান নষ্ট করার জন্য প্রতিহিংসাপরায়ণ হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়। শান্ত আমার একমাত্র ছেলে। তাই আমার সম্পত্তির উপরে তাদের লোভ-লালসা রয়েছে। এজন্যে তারা আমার মেয়েকে তাদের অশিক্ষিত বয়স্ক ছেলের সাথে বিয়ে দেয়ার ষড়যন্ত্র করেছিলো, কিন্তু এতে তারা সফল হয়নি। আমার ছেলের চেয়ে তাদের মেয়ে বয়সে ৪ বছরের বড় হওয়া সত্ত্বেও তাদের মেয়ের সাথে ষড়যন্ত্র করে শান্তের বিয়ে দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি বিভিন্নভাবে হয়রানি করে আমার মান-সম্মান নষ্ট করে। প্রশাসন সঠিক ভাবে তদন্ত পূর্বক বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ রইলো।

 

 

সর্বাধিক পঠিত