• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ বর্ণমালা কিন্ডারগার্টেনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

প্রকাশ:  ২১ মার্চ ২০২৩, ১০:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ উপজেলা সদরের বর্ণমালা কিন্ডারগার্টেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার ১৭ মার্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালক মামুন হোসাইনের সভাপতিত্বে ও গিয়াসউদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ণমালা কিন্ডারগার্টেনের অভিভাবক ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ নেতা আকবর হোসেন মনির। এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াকুব মিয়া, রাসেল হোসেন, রাকিব খান, সহকারী শিক্ষিকা পবিত্রা রায়, শাবনুর আক্তার, কানিজ ফাতেমা জেনি, মাহমুদা মুনা, শারমিন আক্তার, হালিমা আক্তার, সম্মানিত অভিভাবক ডাঃ রঞ্জন সাহা, পিয়াস চক্রবর্তী, সংবাদকর্মী এফএ মানিকসহ ছাত্র-ছাত্রীবৃন্দ।