• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

যুবলীগ নেতা সালাহউদ্দিন বাবর গুরুতর অসুস্থ ॥ হাসপাতালে ভর্তি

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০২৩, ১০:১৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক সালাউদ্দিন মোঃ বাবর গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি রয়েছেন।
তার ঘনিষ্ঠজনদের কাছ থেকে জানা যায়, গত তিন-চারদিন যাবৎ সালাহউদ্দিন বাবর অসুস্থতাবোধ করছেন। তার হাত-পা ফুলে গেছে। চিকিৎসকের পরামর্শে তাকে সোমবার ঢাকা রেফার করা হয়। তার রোগমুক্তির জন্যে যুবলীগের সকল নেতা-কর্মী তথা সর্বস্তরের মানুষের কাছে চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে।
উল্লেখ, সালাহউদ্দিন মোঃ বাবর চাঁদপুরের স্থানীয় রাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শে নিবেদিত একজন রাজপথের সক্রিয় নেতা। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম আলহাজ্ব রফিউদ্দিন সোনা আখন্দের বড় মেয়ের ঘরের নাতি এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুম হাজী বিল্লাল আখন্দের ভাগিনা।

 

সর্বাধিক পঠিত