• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

প্রকাশ:  ২১ আগস্ট ২০২২, ১৪:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

একটি নাম ‘ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন’ ও নতুন একটি স্বপ্ন। আমরা স্বপ্ন দেখি সুন্দর একটি পৃথিবীর। আমরা চাই নিজেদের পরিবর্তন করে ঐক্যবদ্ধ হতে। সেই সাথে একটি সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্য নিয়ে আমাদের এই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু।
‘দশের লাঠি, একের বোঝা’ এই কথায় বিশ^াস রেখে আমরা এগিয়ে যেতে চাই। সমাজের সকল ধরনের অসহায় মানুষের একটি সুন্দর সমাজ ও সুন্দর দেশ গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে এই বন্ধন ‘ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন’-এর পথচলা আজ থেকে। আমাদের স্লোগান হলো- ‘ঐক্যবদ্ধ সবাই মোরা, ফরিদগঞ্জ হবে দেশের সেরা...’।
১৯ আগস্ট শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ এআর পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের উদ্যোক্তা খাদিজা তাসনীমের পরিচালনা ও শামীম হাসানের সঞ্চালনায় ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে উপজেলার প্রায় ৩২টি স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যের উপস্থিতিতে পারস্পরিক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল এবং টিআইবির দল নেতা খায়রুল আলম জনি। অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের কার্যক্রম সম্পর্কে সকলে অবগত হন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে এবং ‘ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন’ এর সার্বিক অগ্রযাত্রা শুরু করেন।
মতবিনিময় ও আলোচনা সভা শেষে উপস্থিত সকল সংগঠনের সদস্যের মতামতের ভিত্তিতে ‘ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন’-এর একটি আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। উপস্থিত সদস্যদের মতামত নিয়ে আহ্বায়ক- জাহিদুল ইসলাম এবং নাজির হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করেন মতবিনিময় সভার প্রধান সমন্বয়ক বিআরডিবির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল।
উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের উদ্যোক্তা খাদিজা তাসনীম বলেন, আমরা আশা করছি, ‘ঐক্যবদ্ধ সবাই মোরা, ফরিদগঞ্জ হবে দেশের সেরা’ এ প্রত্যয়ে আমাদের যে পথচলা শুরু হয়েছ সদস্যদের দিক-নির্দেশনায় আরো বেগবান হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে সকলে কাজ করবো এবং মানুষের সেবার দ্বার আরো উন্মুক্ত হবে।