রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির ১ম চার্টার ডে উদযাপন


আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ক্লাব সদস্য ও আমন্ত্রিত সুধীজনের ব্যাপক উপস্থিতিতে রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির ১ম চার্টার ডে পালিত হয়েছে। চাঁদপুর শহরের মিজানুর রহমান চৌধুরী সড়কস্থ মদিনা শপিং সেন্টারে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অ্যাসিস্টেন্ট গভর্নর রোটাঃ আলহাজ্ব শবেবরাত সরকার। করতালির মধ্যে কেক কেটে দিবসটির উদ্বোধন করেন রোঃ সিপি তাহমিনা আক্তার সায়মাসহ ক্লাব সদস্য ও উপস্থিত সুধীজন। অনুষ্ঠানে সভাপ্রধানসহ প্রধান অতিথি ক্লাবের গৃহীত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং জনকল্যাণ ও সেবামূলক কাজের মাধ্যমে ক্লাবটি তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটাঃ পিপি মফিজউদ্দিন সরকার পিএইচএফ, অভিভাবক ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ রহিমা বেগম পিএইচএফ, ক্লাব সেক্রেটারী রোটাঃ কাজী রকিবুল হাসান রুম্মন এবং প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ আলমগীর হোসেন মিয়াজীসহ রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুরের ২০২২-২৩ রোটাবর্ষের ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোঃ আল-আমিন হোসেন, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের প্রেসিডেন্ট রোঃ নিলয় দে, প্রেসিডেন্ট ইলেক্ট রোঃ শাহরিয়ার খান হিমেল ও সেক্রেটারী ইলেক্ট রোঃ ইয়াদগীর রুবেল। এছাড়া আরো উপস্থিত ছিলেন চাঁদপুর সেন্ট্রাল গার্ডেন রোটার্যাক্ট ক্লাবের সভাপতি রোঃ সামিউল প্রধান এবং প্রেসিডেন্ট ইলেক্ট রোঃ নজরুল ইসলাম নিলয়। ক্লাব সদস্যগণ ফেলোশিপ ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের মুলতবি ঘোষণা করেন।