• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর পৌর ১১নং ওয়ার্ডে একটি রাস্তার জন্যে এলাকাবাসীর দুর্ভোগ

প্রকাশ:  ৩০ জানুয়ারি ২০২২, ১৩:০৩ | আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৩:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট


 চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের পিডিবি রেস্ট হাউজের পেছনের পূর্ব গলি থেকে পুকুর পাড়ের শেষ মাথা পর্যন্ত চলাচলের রাস্তা না থাকায় দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। তারা ইতিমধ্যে নতুন রাস্তার দাবিতে মেয়র বরাবর দরখাস্তও দিয়েছেন। সরেজমিনে ওই এলাকায় গেলে স্থানীয়রা রাস্তার সমস্যার বিষয়টি চাঁদপুর কণ্ঠকে জানিয়েছেন।
স্থানীয় পারভীন আক্তার, বাচ্চু হাওলাদার, নাছির গাজী, সাখাওয়াত হোসেন খান, মোঃ ফারুক খানসহ একাধিক ভুক্তভোগী বলেন, আমরা ১১নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। অথচ আমরা বাড়ি থেকে বের হওয়ার মতো রাস্তা নেই। আমাদের এখানকার ছাত্র-ছাত্রীরা বর্ষাকালে স্কুলে যাওয়া আসা করতে ভোগান্তি হয়। তাই একটি রাস্তা নির্মাণ করে আমাদের প্রাণের দাবিটি পূরণ করতে মেয়র মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটওয়ারী বলেন, নির্বাচনের পূর্বেই ওখানকার লোকজন আমাকে বিষয়টি অবগত করলে আমি সরেজমিনে জায়গাটি দেখতে গিয়েছিলাম। তখন বলেছিলাম নির্বাচিত হলে আমি তাদের এই দুর্ভোগ লাঘবে কাজ করবো। এখন যেহেতু নির্বাচিত হয়েছি তাই পূর্বের সেই আশ^াস মতো আমি এই রাস্তাটি করে দিতে আমাদের মাসিক মিটিংয়ে মেয়র বরাবর বিষয়টি উত্থাপন করবো। তার সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত।
এ বিষয়ে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল বলেন, আমি জনগণের দুর্ভোগ হয় এমন রাস্তাগুলো চিহ্নিত করে কাজ করে যাচ্ছি। তাই এ রাস্তাটি দ্রুত করে দেয়ার চেষ্টা করবো।