• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে অজ্ঞাত লাশ উদ্ধার পাপ্পু মাহমুদ ॥

প্রকাশ:  ২৬ জানুয়ারি ২০২২, ১১:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জে স্কুলের পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত পুরুষ ব্যক্তির (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর (উঃ) ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য ফিরোজ আহমেদ হীরা জানান, সন্ধ্যা সময় স্থানীয় এক ব্যক্তি হাঁটতে গিয়ে ওই ভবনে গামছা দিয়ে প্যাঁচানো আড়ার সাথে একটি মৃতদেহ ঝুলতে দেখে চিৎকার দেয়। পরে লোকজন ছুটে আসে ও পুলিশে খবর দেয়।
স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন জানান, বাড়ির পাশেই হরিপুর স্কুল। সেখানে একটি মৃতদেহ ঝুলে আছে। তবে তার পরিচয় পাওয়া যাচ্ছে না।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।