• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হাইমচরে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর মামলায় ২ জন আটক

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০২২, ১১:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 হাইমচরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদের গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করার ঘটনায় আরও ২ জনকে আটক করেছে হাইমচর থানা পুলিশ। এ নিয়ে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর মামলায় ৩ জনকে আটক করতে পেরেছে হাইমচর থানা পুলিশ। রোববার রাতে হাইমচর থানার এসআই শহিদুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২ জনকে আটক করেন। আটককৃতরা হলেন ছোট লক্ষ্মীপুর গ্রামের আহমদ উল্লাহ মিজির ছেলে ইয়াছিন মিজি (৩০) ও রুহুল আমিন গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী (৩৫)।
হাইমচর থানা সূত্রে জানা যায়, ৫ জানুয়ারি ছোটলক্ষ্মীপুর কেন্দ্রে নির্বাচনি ফলাফল ঘোষাণার পর ফেরার পথে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িসহ বিজিবি, র‌্যাব সদস্যদের তিনটি গাড়িতে হামলা করে ভাংচুর করে দুর্বৃত্তরা। ঐ হামলার ঘটনায় আমান উল্লাহ বেপারীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামী করে ভুক্তভোগী জেলা শিক্ষা অফিসের গাড়ি চালক আব্দুল মালেক পাটোয়ারী বাদী হয়ে মামলা দায়ের করেন। ঐ মামলায় এ পর্যন্ত ৩জনকে আটক করেন হাইমচর থানা পুলিশ।

সর্বাধিক পঠিত