• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে ‘প্রজ্জ্বলনে’র দিনব্যাপী বর্ষপূর্তি উদ্যাপন

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০২২, ১১:৫৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট


 ফরিদগঞ্জে দিনব্যাপী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা ও সামাজিক সংগঠন ‘প্রজ্জ্বলন’-এর ১ম বর্ষপূর্তি উদ্যাপন হয়েছে।
১৫ জানুয়ারি শনিবার ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে ওনুআ স্মৃতি সংসদ মিলনায়তনে ৩টি সেশনে প্রজ্জ্বলন-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। প্রজ্জ্বলনের প্রতিষ্ঠাতা খাদিজা তাসনিমের সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানের ১ম সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান। ২য় সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মাহমুদ হাসান এবং সর্বশেষ ৩য় সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি)’র চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল। ১ম সেশনে আলোচনা সভা ও কেক কাটা, ২য় সেশনে করোনার ভয়াবহ পরিস্থিতিতে ঘরমুখো মানুষের সেবায় নিয়োজিত ‘বাজার বাড়ি’র ২১ সদস্যকে সংবর্ধনা এবং ৩য় সেশনে করোনার ভয়াবহ পরিস্থিতিতে ফ্রি অক্সিজেন সেবা প্রদানকারী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান, শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রজ্জ্বলন-এর ১ম বর্ষ উদ্যাপন হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত ফরিদগঞ্জের সম্পাদক ও প্রকাশক নুরুন্নবী নোমান, দৈনিক প্রিয় চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংবাদিক নাছির পাঠান, পৌর কাউন্সিলর জাকির হোসেন গাজী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হালিমা বেগম, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ শিমুল হাছান, সাধারণ সম্পাদক এসএম ইকবাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ, ক্রীড়া সংগঠক জিয়ার রহমান জিয়া প্রমুখ।
এছাড়া অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রজ্জ্বলনের শিক্ষক প্রতিনিধি তৌহিদুর রহমান রনি, জাহিদুল ইসলাম রাসেল, সাকিব আহাম্মেদ, মেঘলা রহমান, তাহসিন মিলন, লাভলী আক্তার, জিয়াউর রহমান জিয়া, পারভেজ মোশারফ, মাহবুব ও সংগঠনের সদস্যবৃন্দ।

সর্বাধিক পঠিত