পুরাণবাজারের ব্যবসায়ী অরুণ সাহার পরলোকগমন


চাঁদপুর শহরের পুরাণবাজারের সুতা ব্যবসায়ী অরুণ কুমার সাহা আর বেঁচে নেই। ১৫ জানুয়ারি দিবাগত রাত পৌনে ১টায় পুরাণবাজারের নিতাইগঞ্জস্থ নিজ বাসভবনে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক নাবালক পুত্রসন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুসংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিন রাতে তিনি হঠাৎ অসুস্থতা অনুভব করলে প্রথমে আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে আইসিইউ না থাকায় চিকিৎসকের পরামর্শে তাকে হানী ছিদ্দিক মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে সুতা ব্যবসায়ীরা সম্মান জানিয়ে ১৬ জানুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন। গতকালই চাঁদপুর মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তার মরদেহে চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদ, নিতাইগঞ্জ সার্বজনীন পূজাম-পসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য প্রদান করা হয়। জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষসহ পূজা পরিষদ নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনাপূর্বক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।