• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বাংলাদেশ ছাত্র-যুব ও প্রবাসী অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার শীতবস্ত্র বিতরণ

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০২২, ১১:২২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 শীতার্ত, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ছাত্র-যুব ও প্রবাসী অধিকার পরিষদ চাঁদপুর জেলা। শুক্রবার বিকেলে শহরের মাদ্রাসা রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের পূর্বে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ চাঁদপুর জেলা আহ্বায়ক সালমান ফার্সি সোহাগ, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) খান মুহাম্মদ নিয়াজ মোর্শেদ, যুগ্ম আহ্বায়ক উমর সালমান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মাহমুদুল হাসান ও জেলা সাধারণ সম্পাদক সামিউল প্রধান।
বক্তাগণ সাধারণ মানুষের অধিকার আদায়ে এবং সুখে-দুঃখে বাংলাদেশ ছাত্র, যুব ও প্রবাসী অধিকার পরিষদ সাধ্য অনুযায়ী পাশে থাকবে বলে জানান।
উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের সদস্য নাহিয়ান আহাদ, নূরনবী, জাহিদ হোসেন,  রাসেল গাজী, শ্রমিক নেতা সোহেল তানভীরসহ অন্যরা।

সর্বাধিক পঠিত