• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর শহরে শীতার্তদের মাঝে পুনাকের কম্বল বিতরণ

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০২২, ১১:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এ স্লোগানে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুর শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় চাঁদপুর রেলওয়ে কোর্টস্টেশন ও বড়স্টেশনে থাকা ছিন্নমূল-অসহায় মানুষের মাঝে ২০০ কম্বল বিতরণ করা হয়।
দুঃস্থ, অসহায়, সুবিধা-বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুর শাখার সভানেত্রী ও পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)-এর সহধর্মিণী ডাঃ আফসানা শর্মী।
এ সময় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদসহ পুলিশ সদস্য এবং পুনাকের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত