• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মাসে একদিন বন্ধ থাকছে শহরের ওষুধ ফার্মেসির একাংশ

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০২২, ১১:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট


 বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সিদ্ধান্ত অনুযায়ী শহরের ওষুধের ফার্মেসিগুলোর একাংশ মাসের একদিন বন্ধ রাখা হচ্ছে।
শহরের ওষুধ ফার্মেসিগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। মাসের প্রথম শনিবার এ গ্রুপের এবং মাসের দ্বিতীয় শনিবার বি গ্রুপের দোকান বন্ধ থাকবে।
সেই অনুযায়ী মাসের প্রথম শনিবার ১৫ জানুয়ারি চাঁদপুর মেডিকেলসহ শহরের একাংশের ফার্মেসিগুলো বন্ধ থাকতে দেখা যায়। এই নিয়ম রোগীর স্বজনরা না-জানার কারণে অনেকে ডাক্তারের ব্যবস্থাপত্র নিয়ে ওষুধের জন্য এসে ফার্মেসি বন্ধ থাকায় হতাশ হয়ে ফিরে যায়।
নতুন বছর থেকে এ কার্যক্রম জোরালো হচ্ছে বলে জানায় চাঁদপুর কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি।

সর্বাধিক পঠিত