• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মুজিব শতবর্ষ জেলা দাবা লীগ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী

প্রকাশ:  ১৩ জানুয়ারি ২০২২, ১১:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে মুজিব শতবর্ষ জেলা দাবা লীগ। আগামী ২০ জানুয়ারি এই লীগের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।
চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে ও ব্যবস্থাপনায় এ লীগের সার্বিক সহযোগিতায় থাকবে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা। লিগে মোট ৮টি দল অংশ নিয়েছে। দলগুলো হলো : আবাহনী ক্রীড়াচক্র, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ক্রিকেট কোচিং সেন্টার, পূর্ব শ্রীরামদী ক্লাব, ক্রীড়া কল্যাণ সমিতি, নাজিরপাড়া ক্রীড়াচক্র, বিষ্ণুদী ক্লাব ও তালতলা স্পোর্টিং ক্লাব।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু এ প্রতিবেদককে জানান, একই দিন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনের পরপরই শিক্ষামন্ত্রী মহোদয় এ টুর্নামেন্ট উদ্বোধন করবেন।

সর্বাধিক পঠিত