বিজয় মেলার ২৩তম দিনে আজকের কর্মসূচি


চাঁদপুরের ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধের বিজয় মেলার আজ ২৩তম দিন। ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার বিজয় মেলার মঞ্চে বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আত্মজীবনী পাঠ ও সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে স্মৃতিচারণ-৭১ অনুষ্ঠান। পরে রাত ৮টায় অনুষ্ঠিত হবে চাঁদপুরের ঐতিহ্যবাহী চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলের উপস্থিতি কামনা করেছেন বিজয় মেলা কমিটির নেতৃবৃন্দ।
ছবি : ১৫
হাইমচরে ট্রাক উল্টে পুকুরে ॥ আহত ২
শরীফুল ইসলাম ॥ হাইমচর উপজেলার মজমপুর গ্রামের বাজাপ্তী রমনীমোহন উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে সিআইপি বেড়িবাঁধে অটোবাইককে সাইড দিতে গিয়ে মালবাহী ট্রাক উল্টে পুকুরে পড়ে যায়। এতে চালক ও হেলপার গুরুতর আহত হন। এছাড়া আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এলাকার স্থানীয় লোকজন চালক ও হেলপারকে উদ্ধার করে দ্রুত হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্যে পাঠান।