• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মতলবে স্কাউট ভাই ও বোনদের দীক্ষা অনুষ্ঠান

প্রকাশ:  ৩০ ডিসেম্বর ২০২১, ১০:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব দক্ষিণ উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে স্কাউট ভাই ও বোনদের দীক্ষা প্রদান করা হয়েছে। ২৯ ডিসেম্বর বুধবার দুপুরে শহরের কচি-কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দীক্ষা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের ইউনিট লিডার কামরুল হাসান নিপুর সঞ্চালনায় মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি  ফারুক বিন জামানের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভাপতি এসএম সেলিম সরকার, কমিশনার ও  কচি-কাঁচা প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল।
এছাড়া বক্তব্য রাখেন সম্পাদক বিউটি বেগম, যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার সেলিম প্রমুখ। উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের ১২ জন বালক ও ১৪ জন বালিকাকে দীক্ষা প্রদান করা হয়।