• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্যে অপূরণীয় ক্ষতি -----শিক্ষামন্ত্রী

প্রকাশ:  ০১ ডিসেম্বর ২০২১, ১১:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলা একাডেমির সভাপতি, স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। শিক্ষামন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, অধ্যাপক রফিকুল ইসলাম ছিলেন বাংলাদেশের প্রখ্যাত লেখক ও বিশিষ্ট নজরুল গবেষক। ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ কীর্তিমান পুরুষ মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্যে অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যুতে দেশ একজন কৃতী সূর্যসন্তানকে হারালো।