সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু


শাহরাস্তি পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা-তুজ-জোহরা (৩০) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেছেন।
২৫ নভেম্বর বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পথে বানিয়াচোঁ এলাকায় অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কর্মরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে এ শিক্ষিকাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে চাঁদপুরে তার বাবার বাড়িতে অবস্থানরত অবস্থায় ২৯ নভেম্বর সোমবার মধ্যরাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্বামী, এক মেয়ে, পিতা-মাতা, আত্মীয়-স্বজন বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে আত্মীয়-স্বজন শিক্ষকম-লী ছাত্র-ছাত্রী অভিভাবকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
গত এক সপ্তাহের ব্যবধানে চাঁদপুর সদরের মাহামায়া, কচুয়া বিশ^রোডে এবং শাহরাস্তিতে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচ শিক্ষার্থী ও এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।