বুধবার চাঁদপুর করোনাশূন্য
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ১২:২৫
নিজস্ব প্রতিবেদক


গতকাল ২৪ নভেম্বর বুধবারও চাঁদপুর ছিলো করোনাশূন্য। এদিন ১১৭ জনের করোনার নমুনা পরীক্ষার করে সকল রিপোর্ট নেগেটিভ আসে। ফলে এদিন চাঁদপুর জেলায় কোনো করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়নি। এই নিয়ে বেশ কদিন চাঁদপুর করোনাশূন্য রিপোর্ট হলো।