• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

টাচ্ মোবাইল কিনে না দেয়ায় অভিমানে কিশোরের আত্মহত্যা

প্রকাশ:  ১২ জুন ২০২১, ১০:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

টাচ্ মোবাইল কিনে না দেয়ায় বাবা-মার সাথে অভিমান করে সোহাগ নামের চৌদ্দ বছরের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার জুমার নামাজের সময় চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ ওই গ্রামের সোনা মিয়া গাজীর ছেলে।
সোহাগের স্বজনরা জানান, ক’দিন আগে তাকে টাচ্ মোবাইল কিনে দেয়ার জন্য সে বলেছিলো। ঘটনার দিন তার মা নামাজের সময় হয়েছে, জুমার নামাজ পড়ার জন্যে ছেলেকে তাগিদ দেন। বাড়ির আশেপাশে সে ঘোরাফেরাও করে। নামাজের একটু আগে সবার অজান্তে সে ঘরে ঢুকে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়।
পরে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়।
পুলিশ খবর পেয়ে নিহত কিশোরের সুরতহাল তৈরি করে। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

সর্বাধিক পঠিত