• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে একদিনে ১৬ জনের করোনা শনাক্ত ॥ মৃত্যু বেড়ে ১২৩

প্রকাশ:  ০৭ জুন ২০২১, ১২:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল রোববার চাঁদপুরে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুসহ এক বছরে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২৩ জনে। উপজেলা ভিত্তিক এই সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদর ৪৭, ফরিদগঞ্জ ১৯, হাজীগঞ্জ ২১, শাহরাস্তি ৯, কচুয়া ৭, মতলব উত্তর ১১, মতলব দক্ষিণ ৬ ও হাইমচর ৩।
এদিকে গতকাল যে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে উপজেলা ভিত্তিক এই সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদর ৬, ফরিদগঞ্জ ৪, মতলব দক্ষিণ ৩, শাহরাস্তি ২ ও হাজীগঞ্জ ১। চাঁদপুর ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে গতকাল রোববার ১৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়।
গতকাল করোনায় মারা যাওয়া ব্যক্তি হচ্ছেন হাসমত আলী (৮৫)। তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলার দেইচর গ্রামে। গতকাল রোববার বেলা সাড়ে ১২টার সময় তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান। তিনি হাসপাতালে ভর্তি হন গত ৩০ মে। এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেল।