• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জ রাস্তার পাশের গর্ত ভরাট করছেন ট্রাফিক পুলিশ

রাস্তার পাশের গর্ত ভরাট করার কাজ তদারকি করছেন টিআই জাহাঙ্গীর আলম

প্রকাশ:  ০৫ জুন ২০২১, ১৩:৪০ | আপডেট : ০৫ জুন ২০২১, ১৭:৪০
ইউসুফ পাটোয়ারী লিংকন
প্রিন্ট

০৫ জুন (শনিবার) চাঁদপুরের হাজীগঞ্জে হাইওয়ে রাস্তার পাশের গর্ত ভরাট করছেন ট্রাফিক পুলিশ। হাজীগঞ্জ বাজারের বিশ্বরোড এলাকায় রাস্তার দু-পাশে তৈরি হয়েছে বড় বড় গর্ত। যেখানে বৃষ্টির পানি জমে থাকার কারণে দিন দিন বড় হতে থাকে এই গর্তগুলো। বৃষ্টির পানি জমে গর্ত ভরাট হয়ে থাকার কারণে বুঝার উপায় নেই যে এখানে গর্ত আছে। যেখান দিয়ে দৈনন্দিন চলাফেরা করছে অসংখ্য বাস, সিএনজি, অটোরিকশা। ঘটতে পারে বড় ধরনের কোন এক্সিডেন্ট । এগুলো দেখা এবং তদারকির দায়িত্বে রয়েছে সড়ক ও জনপদ কিন্তু হাজীগঞ্জ বিশ্বরোডের মত এত ব্যাস্ততম স্থানের এই বেহাল দশা যেন তাদের চোখেই পড়ছে না, এবং নেই তাদের কোন মাথা যন্ত্রণা। যা নজরে আসে হাজীগঞ্জ ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা টিআই জাহাঙ্গীর আলমের রাস্তার পাশের এই বেহাল দশা যেন তাঁর অশান্তির কারন হয়ে দাঁড়িয়েছে তাই তিনি আর চুপ থাকতে না পেরে নিজেই ট্রাকে করে বালু এনে ভরাট করছেন এই ঝুঁকিপূর্ন গর্তগুলো। এবং নিজে দাঁয়িড়ে থেকে তদারকি করছেন সেই কাজগুলো। এ সময় উপস্থিত ছিলেন সার্জেন নাহিয়ান নাহিদ, এমদাদ। বিশ্বরোড এলাকাই নয় ইতিমধ্যে বাজারের আরো অনেক এমন গর্ত ভরাট করছেন ট্রাফিক ইন্সপেক্টর মো.জাহাঙ্গীর আলম।

সর্বাধিক পঠিত