• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

জয় পেয়েছে চাঁদপুর পৌরসভা, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ ও হাইমচর

প্রকাশ:  ০২ জুন ২০২১, ১২:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালক-বালিকা ফুটবল টুর্নামেন্ট ২০২১ অনূর্ধ্ব-১৭ জেলা পর্যায়ের প্রতিযোগিতার প্রথম দিনে জয় পেয়েছে চাঁদপুর পৌরসভা, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ ও হাইমচর উপজেলা দল।


ফরিদগঞ্জ উপজেলা ও চাঁদপুর পৌরসভা বালক-বালিকা উভয় খেলায় দুটিতেই জয়ী হয়। অপর ম্যাচগুলোতে হাজীগঞ্জ বালক ও হাইমচর বালিকা দল জয়লাভ করে।

 


গতকাল ১ জুন মঙ্গলবার চাঁদপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের দুটি বিভাগে ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন বৃষ্টির বাধা উপেক্ষা করে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত পর্যায়ক্রমে এ ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় খেলোয়াড়রা তাদের স্বাভাবিক দক্ষতা দেখাতে পারেনি। তবু ফরিদগঞ্জ-শাহরাস্তি, চাঁদপুর-মতলব উত্তর, এবং হাজীগঞ্জ-হাইমচর উপজেলা দলের খেলা ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

 


জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ তাঁর বক্তব্যে বলেন, জয় পরাজয় বড় কথা নয়, অংশগ্রহণ করাই বড় কথা। সুশৃঙ্খলভাবে তিনি এ টুর্নামেন্ট সম্পন্ন হবে বলে আশা করেন।

 


খেলার ফলাফল : উদ্বোধনী ম্যাচে ফরিদগঞ্জ ও শাহরাস্তি বালিকা দল মুখোমুখি হবার কথা ছিলো। শাহরাস্তি উপজেলা বালিকা দল মাঠের না আসায় ফরিদগঞ্জ উপজেলা বালিকা দল ওয়াক-ওভার পায়।

 


পরের ম্যাচে ফরিদগঞ্জ উপজেলা বালক দল পেনাল্টি থেকে তারিকুলের দেয়া গোলে ১-০-তে হারায় শাহরাস্তি উপজেলা দলকে।

অপর ম্যাচে চাঁদপুর পৌরসভা বালিকা দল মতলব উত্তর উপজেলা দলকে ৮-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে। এ দুটি দলের খেলায় জয়লাভ করে চাঁদপুর পৌরসভা। তারা ১-০ গোলে মতলব উত্তরকে হারায়।

অপরদিকে হাজীগঞ্জ-হাইমচরের মধ্যকার বালিকা দলের খেলায় ১-০ গোলে জয়ী হয় হাইমচর। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করে নিশি।

এরপর হাইমচর উপজেলা ও হাজীগঞ্জ উপজেলা বালক দলের মধ্যে পরবর্তী ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময় কোনো দলই গোল পায়নি। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে হাজীগঞ্জ উপজেলা বালক দল ৪-৩ গোলে হাইমচর উপজেলা দলকে পরাজিত করে। রেফারী হিসেবে খেলাগুলো পরিচালনা করেন টুমু, লাবু, মাসুম ও নয়ন।