• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হাইমচরে বিদ্যুতায়িত গাছের স্পর্শে শিশুর মৃত্যু ॥ আহত ২

প্রকাশ:  ০১ জুন ২০২১, ১৪:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাইমচরে রাস্তায় বিদ্যুতের তার গাছের ওপর থাকায় সেই গাছ স্পর্শ করে রাকিব হাসান (১১) নামে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। তাকে বাঁচাতে গিয়ে আহত হয় আরো দুজন। ৩১ মে সোমবার বেলা ১২টার সময় উপজেলার নয়ানী লক্ষ্মীপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রাকিব ওই গ্রামের মিজান শেখের পুত্র এবং পশ্চিম ভিঙ্গুলিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
এ ঘটনায় শিশুকে বাঁচাতে গিয়ে একই বাড়ির হারিস খান (৭০) ও রিনা বেগম নামে ২জন গুরুতর আহত হন। আহতরা বর্তমানে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হাইমচর প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেন।
ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার নয়ানী লক্ষ্মীপুর গ্রামের আবুল খায়ের পাটওয়ারীর বাড়ির সামনের রাস্তায় বৈদ্যুতিক তার গাছের সাথে লেগে থাকায় সেই গাছের সাথে শিশুটির স্পর্শ হলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে আরো দুজন আহত হয়।
পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

 

 

সর্বাধিক পঠিত