• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তর উপজেলা পরিষদের মাসিক সাধারণ ও আইনশৃঙ্খলা সভা

প্রকাশ:  ০১ জুন ২০২১, ১৩:০৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুস।
এসএ কুদ্দুস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এদেশকে সোনার বাংলায় পরিণত করবেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। টেকসই উন্নয়ন বাস্তবায়নে তিনি রাত-দিন পরিশ্রম করছেন। সোনার বাংলা ও টেকসই উন্নয়ন বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের অনেক দায়িত্ব আছে। আমি আশা করি আপনারা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। পাশাপাশি জনগণের সেবার মান বৃদ্ধি করবেন। এমএ কুদ্দুস আরো বলেন, সকলে মিলেমিশে কাজ করলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া খুবই সহজ। তাই আসুন সকলে একসাথে কাজ করি। বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশকে সুন্দর করে সাজাই। তিনি মতলব উত্তর উপজেলাকে সামাজিক অপরাধ, মাদক ও দুর্নীতিমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও উন্মুক্ত বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিবা শাপলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন, কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম সাদেক মিয়া, শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভূঞা, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ কাইয়ুম খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.তা.ম. বোরহান উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদ চৌধুরী, খাদ্য নিয়ন্ত্রক মোঃ আইয়ুব আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জামান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান মোঃ আবুল খায়ের, এসআই রজিম উদ্দিন'সহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।
সভায় অবৈধ বালু ব্যবসা, সড়কে ট্রলি চলাচল ও মাদকের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করার ব্যাপারে আলোচনা করা হয়। এছাড়াও প্রতিটি দপ্তরে সেবার মান উন্নত করার লক্ষ্যে সকল অফিসারকে নির্দেশ দেন ইউএনও গাজী শরিফুল হাসান। মাননীয় প্রধানমন্ত্রীর সকল কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি সেবা প্রদান করার জন্যে সকল কর্মকর্তাকে তাগিদ দেন।