• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

করোনাকালীন সংকটেও সেবা দেয়ার সর্বোচ্চ চেষ্টা করছি : বাগাদী ইউপি চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন বিল্লাল

প্রকাশ:  ০১ জুন ২০২১, ১৩:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরের সাথে বাগাদী ইউনিয়ন পরিষদের ‘করোনাকালীন ইউনিয়ন পরিষদের কার্যক্রম বাস্তবায়নে চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক ভার্চুয়াল মতবিনিময় সভা গত ৩০ মে ২০২১ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সনাকের সভাপতি শাহানারা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি মোঃ বেলায়েত হোসেন বিল¬াল বলেন, করোনাকালীন সংকটেও স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। করোনা সংকট মোকাবেলায় সরকারের বিভিন্ন নির্দেশনা মোতাবেক জনসচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছি। তিনি আরও বলেন, আল¬াহর মেহেরবানিতে সরকারের কঠোর পদক্ষেপের কারণে এবং মাননীয় প্রধানমন্ত্রীর দুরদর্শিতার কারণে করোনা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তিনি আরও বলেন, সারা বাংলাদেশের চেয়ারম্যানগণ অত্যন্ত আন্তরিকতার সাথে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সরকারের নির্দেশনাগুলো মেনে চলার কারণে করোনা পরিস্থিতি আজ পর্যন্ত স্বাভাবিক পর্যায়ে রয়েছে। এজন্যে তিনি বাংলাদেশের সকল ইউপি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, সরকারের সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। করোনাকালীন প্রতিকূল পরিস্থিতিতেও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা জনগণের সেবা দিয়ে যাচ্ছি। সনাক-টিআইবি'র সহযোগিতায় নীতি নৈতিকতার মধ্যে অত্যন্ত স্বচ্ছতার সাথে জনগণের সেবা প্রদান করে যাচ্ছি। সনাকের একান্ত সহযোগিতার কারণে বাগাদী ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতার সাথে হয়ে থাকে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্যে সনাক-টিআইবি আমাকে ও আমার পরিষদকে সব সময় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে। আগামী দিনগুলোতেও পরিষদের সকল কার্যক্রমে সনাক-টিআইবি সহযোগিতা করে যাবে এই প্রত্যাশা করছি। তিনি বাগাদী ইউনিয়নে সনাকের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে সনাক-টিআইবি'র উপস্থিতিসহ সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্যে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
শুভেচ্ছা বক্তব্যে সনাকের সাবেক সভাপতি ও সদস্য কাজী শাহাদাত বিগত দিনগুলোর মতো আগামী দিনগুলোতেও বাগাদী ইউনিয়ন পরিষদ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের সেবা করে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে সনাক সভাপতি শাহানারা বেগম বলেন, বহু প্রতিকূলতার মধ্যে থেকেও এই করোনাকালীন সংকটে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ যেভাবে অত্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সেবা কার্যক্রম পরিচালনা করছে তা প্রশংসার দাবিদার। আমরা সেটাই চাই। বাগাদী ইউনিয়ন পরিষদ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করায় তিনি সনাক চাঁদপুরের পক্ষ থেকে বাগাদী ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।
সনাকের পক্ষ থেকে বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি সবিতা বিশ্বাস ও সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক। তাঁরা বলেন, চেয়ারম্যান মহোদয় করোনাকালীন সময়েও তার কাজের অগ্রগতিগুলো যেভাবে তুলে ধরেছেন তা সত্যিকারভাবে আমাদেরকে অনুপ্রাণিত করেছে। করোনা সংকট, বিভিন্ন সীমাবদ্ধতা, জনগণের চাহিদা ও বিভিন্ন চাপসহ বহু প্রতিকূলতার মধ্যে থেকেও পরিষদ কর্তৃপক্ষ জনগণের সেবা দিয়ে যাচ্ছেন। এজন্যে সনাকের পক্ষ থেকে পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানান।
বিগত সভার আলোচনা ও সুপারিশগুলো উপস্থাপন করেন টিআইবি'র এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানা। বিগত সভার কার্যবিবরণীর ওপর অগ্রগতি নিয়ে আলোচনা করেন পরিষদের সচিব মহিবুবুল আহসান নিপু। তিনি বলেন, বাগাদী ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ করোনাকালীন সংকট মোকাবেলায় সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করছে। এছাড়াও চেয়ারম্যান ও সদস্যবৃন্দ নিজ উদ্যাগে অসহায় ও দরিদ্রদের জন্যে সহায়তা করছেন। স্বাস্থ্যখাতকে শতভাগ গুরুত্ব দিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। পরিষদের পক্ষ থেকে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে মাস্ক ও ২টি করে ফ্যান সরবরাহ করা হয়েছে। পরিষদের পক্ষ থেকে ইএলজি-এর সহযোগিতায় কমিউনিটি ক্লিনিকগুলোতে করোনা মোকাবেলায় সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
টিআইবি'র এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানার সঞ্চালনায় করোনাকালীন ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম বাস্তবায়ন (প্রণোদনাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী নির্বাচন ও বিতরণ, নাগরিক সেবা, দাপ্তরিক ও উন্নয়ন কার্যক্রম) ও চ্যালেঞ্জ বিষয়ে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ইউপি সদস্য মোঃ মোশারেফ হোসেন, নারী ইউপি সদস্য শাহানারা বেগম, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ শাহপরান ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক শাহানারা ফেরদৌসী।
এছাড়া উপস্থিত ছিলেন সনাক সদস্য অ্যাডঃ পলাশ মজুমদার, পরিষদের সদস্যবৃন্দ, অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সনাক-চাঁদপুরের ইয়েস গ্রুপের দলনেতা এবং সহ-দলনেতাবৃন্দ এবং টিআইবি কর্মীবৃন্দ।