• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় পোল্ট্রি ফার্মে অগ্নিসংযোগ ॥ আটক ব্যক্তির মুচলেকায় জামিন

প্রকাশ:  ০১ জুন ২০২১, ১২:৫৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কচুয়া পৌরসভার কোয়া চাঁদপুরে পোল্ট্রি ফার্মে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। রোববার ৩০ মে কোয়া চাঁদপুর গ্রামের হাওলাদার বাড়ির গাজীউর রহমানের ছেলে শাহীন আজাদের বসত ঘরের পশ্চিম পাশে অবস্থিত পোল্ট্রি ফার্মে রাত আনুমানিক সাড়ে নয়টার সময় একই বাড়ির লুৎফর রহমানের ছেলে সাগর আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে বাড়ির লোকজন ছুটে আসলে সাগর দৌড়ে পালানোর চেষ্টা করে। থানা পুলিশ রাতে সাগরকে বাছাইয়া এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় সাগর জানান, সে অন্যের প্ররোচনায় শাহীন আজাদের পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয়।
গতকাল সোমবার কোয়া চাঁদপুর গ্রামের সালিসদের মধ্যস্থতায় বৈঠকে তিনবার আগুন লাগানের জন্যে সাগরকে  ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। সাগর ভবিষ্যতে অগ্নিসংযোগ করা ও কারো সাথে কোনো প্রকার কলহে জড়িত হবে না বলে মুচলেকা প্রদানের পর সাগরকে ছেড়ে দেয়া হয়। এ সময় ২নং ওয়ার্ডের এলাকার কাউন্সিলর তাজুল ইসলাম রাজু, সাবেক কাউন্সিলর আবুল কালাম, যুবলীগ নেতা মহসিন রেজা, সাগরের পিতা লুৎফর রহমান, মা আমেনা বেগম, দুই ভাই ফটিক ও ইয়াছিন, ফুফাতো ভাই রাসেল, মামা টিপু, অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত শাহীন আজাদ, তার ভাই আবুল বাসার, সালিস জাফরুল হাসান সেলিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে সাগরের পরিবারের পক্ষ থেকে জানানো হয় সাগরের মানসিক সমস্যা থাকার কারণে এ ধরনের নাশকতা করেছে। ভবিষ্যতে যাতে এ ধরনের কর্মকা- করতে না পারে সেজন্যে তাকে মানসিক চিকিৎসক দেখিয়ে তার চিকিৎসা করাবেন। উল্লেখ্য, কোয়া চাঁদপুর হাওলাদার বাড়ির গাজীউর রহমানের ছেলে শাহীন আজাদের বসত ঘর, মুরগীর খামার ও পোল্ট্রি ফার্মে ২৪, ২৫ ও ৩০ মে তিনদফা  অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।