• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে পারিবারিক বিরোধে পরিকল্পিত হামলায় আহত ২

প্রকাশ:  ৩০ মে ২০২১, ১০:৫৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জে পারিবারিক বিরোধের সূত্র ধরে পরিকল্পিত হামলায় স্বামী আবুল খায়ের (৫০) ও স্ত্রী রোখসানা (৩৫)সহ ৪ জন আহত হয়েছেন। এরমধ্যে স্বামী-স্ত্রীর অবস্থা গুরুতর বিধায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দিতে হচ্ছে। এ ঘটনায় রোখসানা বেগম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটে গত বুধবার সকালে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের বড় বাড়িতে। এ ঘটনায় অপর আহতরা হলেন উক্ত দম্পতির সন্তানরা। আবুল খায়ের ও আবুল কালাম পরস্পর সহোদর। থানায় দায়ের করা অভিযোগের বিবাদীরা হলেন একই বাড়ির মোঃ আবুল কালাম (৫৫), তার স্ত্রী রোকেয়া বেগম (৪৮)সহ তাদের ছেলে, দুই মেয়ে, প্রবাসী ছেলের স্ত্রী ও এক মেয়ের জামাতা।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রোখসানা বেগম জানান, পূর্ব শত্রুতায় এদিন সকালে বিবাদী রাকিব হোসেন পথ আগলে ধরে তাকে ও তার স্বামীকে অযথা গালমন্দ শুরু করেন। এ সময় তিনি গালমন্দের প্রতিবাদ করলে অভিযুক্তরা ঘর থেকে লোহার রড নিয়ে এসে তাকে মারধর করতে তেড়ে আসেন। এ সময় তার স্বামী আবুল খায়ের বাধা দিলে বিবাদীরা সংঘবদ্ধ হয়ে আমাদের উপর হামলা শুরু করে।
তিনি আরো বলেন, হামলায় ও রডের আঘাতে তার স্বামী আবুল খায়েরের মাথা ফেটে যায়। যার ফলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর বিবাদীরা তাকে (রোখসানা) কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন এবং রাকিব ও তার বাবা আবুল কালাম তার পরনের কাপড় ও অন্যান্য পোশাক খুলে তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে ছেলে ও বাড়ির অন্যান্য লোকজন এসে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ জানান, রোখসানা বেগমের দায়ের করা লিখিত অভিযোগের তদন্ত চলমান রয়েছে। তবে তারা উভয়পক্ষ বলেছে নিজেদের পক্ষের সাক্ষ্য-প্রমাণ নিয়ে আসবে। এখনো আসেনি।