• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে প্রস্তাবিত মডেল মসজিদের স্থান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

প্রকাশ:  ২০ মে ২০২১, ২১:১২ | আপডেট : ২০ মে ২০২১, ২১:২০
ইউসুফ পাটোয়ারী লিংকন
প্রিন্ট

শাহরাস্তিতে প্রস্তাবিত মডেল মসজিদের স্থান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

ইউসুফ পাটোয়ারী লিংকন

 শাহরাস্তিতে প্রস্তাবিত মডেল  মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য ভূমি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

 অঞ্জনা খান মজলিস। বৃহস্পতিবার (২০ মে) দুপুর সাড়ে ১২টায় তিনি এ স্থান পরিদর্শন করেন।

জানা যায়, ধর্ম মন্ত্রণালয়ের অর্থায়নে ও চাঁদপুর গণপূর্ত বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় জাতীয় ডিজাইন  অনুযায়ী ৪ শতক ভূমির ওপর উপজেলায় ৩ তলা ভীত বিশিষ্ট মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতি কেন্দ্র নির্মাণের লক্ষ্যে ভূমি পরিদর্শন করেন জেলা প্রশাসক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার, পৌর মেয়র হাজী আঃ লতিফ, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবীবা মীরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান, প্রমুখ।

সূত্র জানায়, প্রস্তাবিত উপজেলা মডেল মসজিদ হবে ইসলামী সংস্কৃতির কেন্দ্রবিন্দু। এখানে ১ জন খতিব বা ইমাম ও ১ জন মুয়াজ্জিন  সরকারিভাবে  নিয়োগ দেয়া হবে। হজ্ব সংক্রান্ত ও হজ্বযাত্রীর বিষয়গুলোর সকল প্রকার সেবা প্রদান, ইমাম প্রশিক্ষণ, ইসলামি 

গবেষণাসহ ধর্মীয় ৮টি বিষয় ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে অন্তর্ভুক্ত থাকবে।

সর্বাধিক পঠিত