বাগাদীতে গৃহহীনদের মাঝে দুটি ঘরের চাবি হস্তান্তর


গতকাল চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীন দুটি পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পেলো আশ্রয়স্থল। বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার উদ্যোগে (চাঁদপুর জেলায় কর্মরত বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন) কর্মকর্তাদের বেতনের অংশ থেকে অনুদান হিসেবে প্রদত্ত টাকায় বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামে নির্মিত দুটি ঘর গতকাল আনুষ্ঠানিকভাবে ভূমিহীন ও গৃহহীন আঃ কাদির ও মোঃ হাছান মিয়াকে তাদের পরিবারসহ ঘরে উঠিয়ে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এ সময় তিনি তাদের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন ও নতুন করে এই ঘরে সংসার শুরু করার জন্য বিভিন্ন বাজার সামগ্রী তুলে দেন (চাল, ডাল, তেল, লবণ, সেমাই, চিনি, দুধ, পেঁয়াজ ইত্যাদি)।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার ও এডিসি (জেনারেল) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমতিয়াজ হোসেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ, চাঁদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল, সচিব মহিবুল ইসলাম, ইউপি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকবৃন্দ ও জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবকগণ।
৪ শতক পতিত খাস জমিকে বসত বাড়ি নির্মাণ উপযোগী করে প্রতিটি ঘর দুই লক্ষ ১৫ হাজার টাকা করে খরচ করে নির্মাণ করা হয়। ঘর দুটি নির্মাণে আর্থিক অনুদান দেন জেলা প্রশাসক, সকল এডিসি, সকল ইউএনও, সকল এসিল্যান্ড, সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ঘর নির্মাণের সার্বিক কাজ জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে তদারকি ও সমন্বয় করেন এডিসি জেনারেল মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। নতুন ঘরে সপরিবারে সুখে থাকুক আঃ কাদির ও মোঃ হাছান মিয়া-এই প্রত্যাশা করে সংগঠনটির সদস্যগণ।