চরদুঃখিয়ায় স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া অনুষ্ঠান


ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদুঃখিয়া ইউনিয়নের গুদাড়াঘাট বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ১১নং চরদুঃখিয়া ইউনিয়নের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার স্থানীয় গরিব অসহায় ও দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে এ দোয়ার আয়োজন করা হয়। এ সময় দেশ ও জাতির বালা-মুসিবত এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ্ব এমএ হান্নান এবং তার অসুস্থ স্ত্রীর জন্য দোয়া করা হয়।
উপস্থিত ছিলেন ১১নং চরদুঃখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ বাছির আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল মালেক পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী মোঃ আক্তার হোসেন, সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ ফারুক হোসেন।