চাঁদপুরে করোনায় পল্লী চিকিৎসকসহ দুজনের মৃত্যু ॥ নতুন শনাক্ত ৪৫


চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে পল্লী চিকিৎসকসহ দুজনের মৃত্যু হয়েছে। এই দুজন চাঁদপুর শহরের বাসিন্দা। নতুন করে এই দুই মৃত্যুসহ সরকারি হিসেব মতে জেলায় এই এক বছরে করোনায় মৃত্যু সংখ্যা হচ্ছে ১১৩ জন। এর মধ্যে সদর উপজেলায়ই হচ্ছে ৪২ জন। নতুন এই দুইজন গতকাল শনিবার চাঁদপুর সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান। এরা হচ্ছেন চাঁদপুর শহরের ইচলী এলাকার আরশাদ বেপারী (৭৮) ও বিষ্ণুদী এলাকার ফিরোজা বেগম (৭৫)।
জানা গেছে, আরশাদ বেপারী পেশায় পল্লী চিকিৎসক ছিলেন। তিনি ২৩ এপ্রিল শুক্রবার চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হন। এর আগে তিনি বাড়িতে ঘুরে পড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিক তাকে অন্যত্র সিটি স্ক্যান করার পর তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ততক্ষণে তার ফুসফুসে এ ভাইরাসটি অ্যাটাক করে ফেলে। গতকাল শনিবার বিকেল সাড়ে তিনটায় তিনি হাসপাতালে মারা যান। তিনি চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীর জেঠাতো ভাই। তার বাড়ি চাঁদপুর শহরের ইচলী এলাকাস্থ পাটোয়ারী কোল্ড স্টোরেজের সামনে বেপারী বাড়ি।
আরেকজন মারা যাওয়া ফিরোজা বেগম হাসপাতালে ভর্তি হন ১৯ এপ্রিল। তার করোনা পজিটিভ রিপোর্ট আসার পর তিনি হাসপাতালেই চিকিৎসা নেন। গতকাল দুপুর ১টায় তিনি মারা যান।
এদিকে গতকাল নতুন করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়। এই ৪৫ জনসহ জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হচ্ছে ৪০৬৮ জন। এর মধ্যে শুক্রবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩৬৮ জন। মারা গেছেন গতকাল পর্যন্ত ১১৩ জন। মৃত্যু এবং সুস্থ বাদ দিয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫৪২ জন।
গতকাল শনাক্ত হওয়া ৪৫ জনের উপজেলা ভিত্তিক সংখ্যা হচ্ছে চাঁদপুর সদর ২৯, হাজীগঞ্জ ৯, ফরিদগঞ্জ ৩, কচুয়া ২, শাহরাস্তি ১ ও হাইমচরে ১ জন।