• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মমিন খান মাখন একজন সৎ ও স্বচ্ছ রাজনীতিবিদ ছিলেন : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

প্রকাশ:  ২৩ এপ্রিল ২০২১, ১৫:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মুক্তিযুদ্ধকালীন মহকুমা বিএলএফ বাহিনীর (মুজিব বাহিনী) অধিনায়ক ও রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ আব্দুল মমিন খান মাখনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। অ্যাডঃ মমিন খান মাখন গতকাল বৃহস্পতিবার ঢাকায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না..........রাজিউন)। এক শোক বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মমিন খান মাখন ১৯৬০ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ চাঁদপুর মহকুমা শাখার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং ১৯৮৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর সদর আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোননীত নৌকা মার্কার প্রার্থী হিসেবে নির্বাচন করেন।
বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মমিন খান মাখন একজন সৎ ও স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হয়ে সারাজীবন দেশের ও মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। চাঁদপুর জেলায় আওয়ামী লীগের রাজনীতিকে সুসংগঠিত করতে তিনি বিশেষ ভূমিকা পালন করেন।
আমি জাতির এই সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মমিন খান মাখনের রুহের মাগফেরাত কামনা করি ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

 

সর্বাধিক পঠিত