চাঁদপুরে দুদিনে ৮৬ জনের করোনা শনাক্ত ॥ মৃত্যু ২


গত দুদিনে চাঁদপুরে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো দুজন। চাঁদপুর সিভিল সার্জন অফিসের হিসেব মতে মৃত্যু এই দুজনসহ জেলায় এ পর্যন্ত মারা গেছেন ১১০ জন। আর নতুন করে শনাক্ত হওয়া ৮৬ জনসহ জেলায় মোট আক্রান্ত হচ্ছে ৪০০৮ জন। এর মধ্যে সদর উপজেলায়ই ১৮৫৬ জন। আর মৃত্যু ১১০ জনের মধ্যে সদরে হচ্ছে ৩৯ জন।
গতকাল রাতে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, গত বুধবার এবং গতকাল বৃহস্পতিবার এ দুদিনে জেলায় মোট ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলাভিত্তিক এই সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদর ৩০, শাহরাস্তি ১৪, ফরিদগঞ্জ ১০, হাজীগঞ্জ ৭, কচুয়া ৮, মতলব দক্ষিণ ৭, মতলব উত্তর ৬ এবং হাইমচরে ১ জন।
এদিকে নতুন করে মৃত্যু দুজন হচ্ছেন জাহানারা বেগম (৬৫), লালপুর, চাঁদপুর সদর এবং মিজান (৫৫), আদর্শ মুসলিম পাড়া, চাঁদপুর পৌরসভা। এদের মধ্যে জাহানারা বেগম চাঁদপুর জেলা সদর হাসপাতালে ভর্তি হন ২১ এপ্রিল বুধবার দুপুর পৌনে ১টার সময়। তিনি হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায়। আর মিজানের করোনা শনাক্ত হয় ৮ এপ্রিল। তাকে চাঁদপুর থেকে রেফার করা হলে তাকে কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়। ২০ এপ্রিল মঙ্গলবার তিনি মারা যান।