• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং টহল সদস্যদের ইফতার সামগ্রী বিতরণ

আপনারা তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন : পুলিশ সুপার মিলন মাহমুদ, বিপিএম (বার)

প্রকাশ:  ১৪ এপ্রিল ২০২১, ১১:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে টহল সদস্যদের শাড়ি, লুঙ্গি ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ এপ্রিল মঙ্গলবার বিকেলে সদর মডেল থানায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১শ’ জন টহল সদস্যের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান উপদেষ্টা মোঃ মিলন মাহমুদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, কমিউনিটি পুলিশিং টহল সদস্যগণ পুলিশের একটি অংশ। আপনাদের সবার ইউনিফর্ম আছে। রাতের অন্ধকারে যখন দায়িত্বে থাকেন পোশাকের কারণে সবাই আপনাদেরকে কমিউনিটি পুলিশ হিসেবে চিনে। সুতরাং কমিউনিটি পুলিশ ভালো কাজ করে বলেই মানুষ শান্তিতে ঘুমায়।
তিনি আরো বলেন, কমিউনিটি পুলিশিং কর্মকর্তাগণ আপনাদের প্রতি আন্তরিক বিধায় রমজানকে ঘিরে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন। সমাজের দ্বারা তারা এগিয়ে আসলে আপনারা এ এলাকার তাই মাটি-বাতাস আপনারা চিনেন। আপনারা তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন।
চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শেখ মোঃ মনির হোসেন বাবুলের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক রোটাঃ মোঃ জামাল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্নিগ্ধা সরকার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন, পৌর কমিউনিটি পুলিশিং কমিটির কোষাধ্যক্ষ মোঃ খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, সভাপতি আলহাজ্ব কাজী হুমায়ুন কবির ও অঞ্চল-৬-এর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী।

 

সর্বাধিক পঠিত