মতলব উত্তর অফিসার্স ক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন
মাঠ প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি চালু করতে হবে : আলহাজ অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি


গতকাল শুক্রবার বিকেলে মতলব উত্তর উপজেলার অফিসার্স ক্লাবের নবনির্মিত ভবন ও শোভিত বটতলা উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ অ্যাডঃ নূরুল আমিন রুহুল। এ সময় তিনি বলেন, দুর্নীতি সমাজ ও আর্থসামাজিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে। দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল পর্যায়ে জনগণকে সচেতন করে তুলতে হবে। আর এ কাজটি শুরু করতে হবে আপনাদের অফিস ও পারিবারিক অবস্থান থেকে। মাঠ প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি চালু করতে হবে। ব্যক্তিগত চাওয়া-পাওয়া আর গাড়ি-বাড়ির চিন্তা-ভাবনাকে বাদ দিয়ে জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। মনে রাখবেন, আমার আপনাদের বেতন-ভাতা, সম্মানি ও অফিসের খরচের টাকা জনগণ দেয়। তাই প্রজাতন্ত্রের সকল কর্মকা-ে তাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণ যাতে সরকারি সেবা নিতে গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হয় তা-ও নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে মামুলি প্রথা পরিহার করে সৃজনশীল ও উদ্ভাবনমূলক কর্মকা-কে অগ্রাধিকার দিতে হবে। মনে রাখবেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী এবং উপজেলা পর্যায়ে আপনাদের অনেক অনুসারী রয়েছে। তাই নিজেকে এমনভাবে উপস্থাপন করবেন যাতে অন্যরা আপনাকে সম্মানের সাথে অনুসরণ করতে পারে। আপনাদের কোনো কর্মকা-ে সরকার বা স্থানীয় প্রশাসন যাতে বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে সেদিকে সতর্ক দৃষ্টি রাখবেন।
উপজেলা নির্বাহী অফিসার ¯েœহাশিস দাশের সভাপ্রধানে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস। আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা, উপজেলা কৃষি অফিসার মোঃ সালাউদ্দিন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমুখ।