• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার আব্দুর রহমান দুদুর দাফন সম্পন্ন

প্রকাশ:  ০৮ এপ্রিল ২০২১, ১৩:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পৌরসভার তিনবারের সাবেক কমিশনার, সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক প্যানেল চেয়ারম্যান, চাঁদপুর মহকুমা আওয়ামী লীগের তৎকালীন সহ-সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ, সাবেক উপদেষ্টা আব্দুর রহমান দুদু গতকাল বুধবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে......রাজিউন)। তিনি গতকাল বুধবার সকাল ১০টায় ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। গতকাল এশার নামাজের পর বেগম জামে মসজিদ ঈদগাহে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পর চাঁদপুর পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন বেগম মসজিদের খতিব মাওঃ মাহবুবুর রহমান। জানাজায় চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানসহ স্থানীয় অনেক মুসল্লি এবং শহরের বিভিন্ন স্থান থেকে আগত মরহুমের শুভাকাক্সক্ষী ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। জানাজার পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গনি পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদস্য আবু নাসের বাচ্চু পাটওয়ারী, মরহুমের বড় ছেলে চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর ইউনুছ শোয়েব। মরহুমের তিন সন্তানের মধ্যে ইউনুছ শোয়েব হচ্ছেন সবার বড়। ছোট ছেলে শাহেদ ইউছুফ ব্যবসায়ী। একমাত্র মেয়ের জামাতা হচ্ছেন সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক।
আব্দুর রহমান দুদু চাঁদপুর শহরে দুদু কমিশনার নামে বেশ পরিচিত ছিলেন। অত্যন্ত সৎ, বিনয়ী এবং ভালো  মানুষ হিসেবে তাঁর অনেক গ্রহণযোগ্যতা ছিল। সকলে তাঁকে অনেক শ্রদ্ধা করতেন। তাঁর মৃত্যুর খবর শোনার পর শহরের বিভিন্ন স্থান থেকে পরিচিত অনেক মানুষ হাজী মহসিন রোডস্থ বাসায় চলে আসেন মরহুমকে শেষবারের মতো এক নজর দেখার জন্যে। এ সময় সকলেই মরহুমের প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর মাগফিরাত কামনা করেন।

শিক্ষামন্ত্রীর শোক
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥ চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার ও সাবেক প্যানেল চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুর রহমান দুদুর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি এক শোকবার্তায় বলেন, এই শ্রদ্ধার মানুষগুলো আমাদের মাথার উপর ছায়া এবং আমাদের আদর্শ ছিলেন। তাঁরা ছিলেন আমাদের অনুপ্রেরণা। কাকার বাসায় আমি একাধিকবার গিয়েছি। সর্বশেষ গিয়েছি কাকা তখন অসুস্থ ছিলেন। আমি অনেক সময় তাঁর পাশে ছিলাম। তিনি সত্যিই একজন ভালো, সৎ এবং সজ্জন মানুষ ছিলেন। তিনি আমার জন্যে তখন প্রাণভরে দোয়া করেছেন। আমি সকল কিছুতে কাকার কাছে ঋণী। আমি দোয়া করি আল্লাহ যেনো তাঁকে জান্নাতবাসী করেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
মেয়র ও পৌর পরিষদের শোক
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥ চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার ও সাবেক প্যানেল চেয়ারম্যান এবং পৌরসভার বর্তমান ১০নং ওয়ার্ডের কাউন্সিলর ইউনুছ শোয়েবের পিতা আব্দুর রহমান দুদুর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলসহ সকল কাউন্সিলর ও পৌর পরিষদ। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মেয়র জিল্লুর রহমান জুয়েল শোকবার্তায় বলেন, দুদু কাকা আমার পিতৃতুল্য ছিলেন। একেবারে ছোটবেলা থেকে আমরা তাঁকে চিনি। পাশাপাশি বাসা হওয়াতে আমাদের মধ্যে একটা পারিবারিক বন্ধন ছিলো। তিনি অত্যন্ত ভালো এবং বিনয়ী মানুষ ছিলেন। আল্লাহ যেনো তাঁকে জান্নাতবাসী করেন।

 

সর্বাধিক পঠিত