সৌদিতে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের যুবক নিহত


সৌদি আরবের রিয়াদে মোঃ ফারুক খান (৪৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি চাঁদপুর সদর উপজেলার আশিকাটি চাঁদখাঁর বাজারের প্রতিষ্ঠাতা মৃত চাঁদখাঁর ছেলে।
বুধবার সকাল ১০ টায় আশিকাটি চাঁদখাঁর বাজার মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পেঁৗছায়। সেখানে স্বজনরা মরদেহ গ্রহণ করেন
নিহতের মেজো ভাই চাঁদখাঁর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ শাহাদাত হোসেন খান জানান, ২৫ মার্চ বৃহস্পতিবার পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে কাজের জন্যে বাসা থেকে বের হন। সন্ধ্যায় সৌদি আরব থেকে মোবাইল ফোনে জানানো হয় সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে। ফারুকের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে।