স্বাস্থ্যবিধি না মানায় চাঁদপুর শহরে ৩২জনকে জরিমানা
করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো চাঁদপুরেও লকডাউন বাস্তবায়নে করছে প্রশাসন। সোমবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৭ মামলায় ৩২জনকে ১৩ হাজার ২৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যবিধি না মানায় ও সরকারি নির্দেশনা অমান্য করায় তাদের অর্থদন্ড দেয়া হয়। দিনব্যাপী শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক ও আজিজুন্নাহার। এ সময় জনসচেতনতামূলক প্রচারণাও করেছে চাঁদপুর জেলা প্রশাসন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক বলেন, করোনাভাইরাস প্রতিরোধে ও লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসকের নির্দেশে আমরা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এছাড়া যারা স্বাস্থ্যবিধি মেনে চলছে না এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে যানবাহন চালাচ্ছে তাদেরকে আমরা জরিমানার আওতায় আনছি। তিনি আরো জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে ও লকডাউন বাস্তবায়নে চাঁদপুরে এ ধরণের ভ্রাম্যমাণ আদালত ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।