• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

যাত্রী হয়রানি ও করোনা প্রতিরোধে লঞ্চঘাটে পুলিশের আকস্মিক অভিযান

প্রকাশ:  ০৫ এপ্রিল ২০২১, ১৪:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর মাদ্রাসা রোডস্থ লঞ্চঘাট এলাকায় যাত্রী হয়রানি ও করোনা প্রতিরোধে মডেল থানার অফিসার  ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদের নেতৃত্বে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। গতকাল রোববার বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় সিএনজি অটোরিকশা ও অটোবাইক চালক এবং লঞ্চের ম্যানেজারদের সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়।
নির্দেশনাগুলো হলো : লঞ্চঘাটের পণ্টুন ও ব্যারিকেডের ভেতরে কোনো ড্রাইভার প্রবেশ করতে পারবে না। যাত্রীদের গায়ে ও মালামালে হাত দিয়ে যাত্রী টানাটানি করা যাবে না। সিএনজি অটোরিকশা ও অটোবাইকের সামনের সিট খালি থাকবে, পিছনে ৩ জন যাত্রী নিতে পারবে। সবার মুখে মাস্ক বাধ্যতামূলক থাকতে হবে। গাড়িগুলো শৃঙ্খলাবদ্ধভাবে রাখতে হবে। লঞ্চের যাত্রী সামাজিক দূরত্ব বজায় রেখে বসাতে হবে। সব যাত্রীর মুখে মাস্ক আছে কিনা তা নিশ্চিত করাসহ করোনা প্রতিরোধে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন মডেল থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ। অভিযান চলাকালীন যাত্রীদের হয়রানি ও বিরক্ত করার অপরাধে ৫ চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
চালকরা হলেন : ভোলা জেলার রমাগঞ্জ লালমোহন এলাকার জাহিদুল ইসলাম (৩৫), বাগাদী ইউনিয়নের সাগর গাজী (২০), চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার সুজন মিয়া (২৫), লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে বহরিয়ার সেলিম খান (২৪) ও ফরিদগঞ্জের বড়ালিয়া এলাকার সাইফুল ইসলাম (২৩)।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, যাত্রী হয়রানি প্রতিরোধে চাঁদপুর লঞ্চঘাটে একাধিকবার অভিযান চালিয়ে সতর্ক করা হয়েছে। এবার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।

 

সর্বাধিক পঠিত