• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

জাটকা ধরায় হাইমচরে আটক ২০

১২ জেলের ১ বছরের সশ্রম কারাদন্ড

প্রকাশ:  ০৪ এপ্রিল ২০২১, ১২:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 হাইমচরে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ৩টি নৌকা ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দসহ ২০ জেলেকে আটক করেছে। গত ২ এপ্রিল শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন হাইমচর কোস্টগার্ড পেটি অফিসার আব্দুল মতিন। উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃতদের মধ্যে ১২ জনকে ১ বছর করে সশ্রম কারাদ- এবং বয়স কম হওয়ার বিবেচনায় বাদবাকী ৮ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আটক জেলেরা হলো শরীয়তপুর জেলার সখীপুরের মোকশেদ ঢালীর ছেলে সুলতান, আলীম বেপারীর ছেলে আলমগীর বেপারী, মোজাফফর বকাউলের ছেলে মোঃ আমিন, সুলতান ঢালীর ছেলে আলিফ, হালিম বেপারীর ছেলে কামাল বেপারী, মতলব উপজেলার নিজামুদ্দিনের ছেলে খোরশেদ আলম, জসিম সরকারের ছেলে জামাল, বাবুল বেপারীর ছেলে ওয়াসিম, সুফিয়ান সরকারের ছেলে সোহাগ সরকার, আক্কেল প্রধানের ছেলে রাসেল, নিজামুদ্দিনের ছেলে নূরে আলম, হাইমচর উপজেলার ঈশানবালার আবুল বাশারের ছেলে সাহেব আলী, লোকমানের ছেলে জাহাঙ্গীর হোসেন, বলু মাতবরের ছেলে ইউসুফ, খালেক মোল্লার ছেলে সাকিব, নজরুল দেওয়ানের ছেলে ওসমান, শাহজাহান কেরানীর ছেলে রনি, ফারুক মোল্লার ছেলে সজিব ও নূর মোহাম্মদের ছেলে হৃদয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমান ও মৎস্য অফিসার ক্ষেত্র সহকারী মোঃ হাফিজুর রহমানসহ কোস্টগার্ডের সদস্যবৃন্দ।

সর্বাধিক পঠিত