• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

রাষ্ট্রীয় মর্যাদায় মতলবের সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার গোলাম মোস্তফা রতনের দাফন সম্পন্ন

প্রকাশ:  ০৪ এপ্রিল ২০২১, ১১:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলবের সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার গোলাম মোস্তফা রতন মোল্লা আর বেঁচে নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।
৩ এপ্রিল শনিবার সকালে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি কমপ্লেক্স মসজিদ মাঠে তাঁর জানাজার পূর্বে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
জানাজার পূর্বে চাঁদপুর জেলা যুবলীগের সদস্য গাজী শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিষ দাশ, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যথাক্রমে গাজী ইলিয়াছুর রহমান ও শাজাহান প্রধান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোজাম্মেল হক ও মরহুমের বড় ছেলে রায়হান মোল্লা। পরে মরহুমের নিজ বাড়ি সংলগ্ন আমিরাবাদ বাজার জামে মসজিদ মাঠে ২য় জানাজা শেষে মরহুমের লাশ হাজীপুর গোরস্তানে দাফন করা হয়।
ফরাজীকান্দি মাঠের জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে নুরুল হক, মোহাম্মদ উল্যাহ, সিরাজুল ইসলাম মাস্টার, আব্দুস সাত্তার, সিরাজুল ইসলাম, শরীফ হোসেন, আব্দুল হান্নান, ইলিয়াছুর রহমান, তছলিম উদ্দিন মোল্লা, রফিকুল ইসলাম ও আব্দুস সাত্তার প্রধান। আরো উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার আইটি ইনচার্জ গোলাম কিবরিয়া নয়ন, অধ্যাপক কামরুজ্জামান শিকদার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, প্রধান শিক্ষক যথাক্রমে এমএ হান্নান তপাদার, দলিল উদ্দিন, তাজুল ইসলাম, রহমত পাটোয়ারী, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিম, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, নিজাম উদ্দিন বাবুল মাস্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রব প্রধানসহ বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
২ এপ্রিল শুক্রবার রাত ৯টার দিকে তিনি ইন্তেকাল করেন তাঁর বাড়ি মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যা সন্তান রেখে গেছেন। তাঁর সাবেক বাড়ি ফরাজীকান্দি ইউনিয়নের মহিষমারী গ্রামে।

 

 

 

সর্বাধিক পঠিত