• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বন্ধুর মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারতে বন্ধুরা

প্রকাশ:  ০৪ এপ্রিল ২০২১, ১১:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মরহুম মোঃ জাফর উল্লাহ খানের গতকাল ছিলো ১১তম মৃত্যুবার্ষিকী। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের বন্ধুরা তার কবর জিয়ারত করেছেন এবং বিশেষ দোয়া করেছেন। গতকাল ৩ এপ্রিল শনিবার বিকেলে বাগাগী দরবার শরীফের কবরস্থানে মরহুমের কবরের পাশে গিয়ে বন্ধুরা কবর জিয়ারত করেন এবং দোয়া ও মোনাজাত করেন। কবর জিয়ারত ও দোয়ায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ মোঃ জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী বেপারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ মাফুজুর রহমান টুটুল, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাডঃ মোঃ হেলাল হোসাইন ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন খান। মোনাজাত পরিচালনা করেন এএইচএম আহসান উল্লাহ।

 

সর্বাধিক পঠিত