• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে ১ মাসে সাড়ে ১৬ মেট্রিক টন জাটকা ও ৬০ লাখ মিটার জাল জব্দ

টিলাবাড়িতে জব্দ করা হয়েছে ১ হাজার কেজি জাটকা

প্রকাশ:  ০১ এপ্রিল ২০২১, ১৩:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা রক্ষা কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রমেও মার্চ-এপ্রিল দুই মাস ইলিশসহ সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার সময়ের একমাস অতিবাহিত হয়েছে গতকাল বুধবার। বাস্তবচিত্র দেখা গেছে এই এক মাসে জেলা প্রশাসন, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের তৎপরতার মধ্যেও চাঁদপুরে ব্যাপক জাটকা নিধন হয়েছে। নিধনকৃত জাটকা গ্রামের বাড়ি বাড়ি, শহরের পাড়া-মহল্লায় বিক্রির পাশাপাশি নদী ও সড়কপথে টনে টনে জাটকা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাচার হচ্ছে। ইতিমধ্যে পাচারকালে আইনশৃঙ্খলা বাহিনী ৮ থেকে ১০টি বড় বড় জাটকার চালান জব্দ করতে সক্ষম হয়। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে এখনো বহু জেলে নদীতে নামছে এবং জাটকা ও ইলিশ ধরা অব্যাহত রেখেছে।
জানা যায়, চাঁদপুরে গত ১ মার্চ থেকে আজ ৩১ মার্চ পর্যন্ত চাঁদপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে সাড়ে ১৬ মেট্রিক টন জাটকা, ৬০ লাখ মিটার কারেন্ট জাল এবং তিন শতাধিক মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। একই সঙ্গে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় ১৮৪ জন জেলেকে কারাদ- এবং আরও তিন শতাধিক জেলেকে আর্থিক জরিমানা করে ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিভিন্ন সূত্রে জানা যায়, নদীর তীরবর্তী যে সকল ইউনিয়ন ওয়ার্ড, গ্রাম এবং শহর এলাকার চিহ্নিত স্থানে অবাধে জাটকা আড়ৎদারী, ক্রয়-বিক্রয় হচ্ছে। সেসব এলাকার জনপ্রতিনিধি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সচেতন মানুষও নিশ্চুপ।
এদিকে গতকালও চাঁদপুর লঞ্চ টার্মিনালের পাশে টিলাবাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। গতকাল ৩১ মার্চ বুধবার ভোরে অভিযান চালিয়ে পাচার করার সময় এসব জাটকা জব্দ করা হয়। এই নিয়ে চলতি মাসে বেশ কয়েকটি জাটকার চালান জব্দ করলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চ টার্মিনালের পাশে টিলাবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় প্রায় ১ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দ জাটকা মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

 

 

সর্বাধিক পঠিত