• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

লেংটার মেলা বন্ধ ॥ দর্শনার্থী ঠেকাতে তৎপর পুলিশ

প্রকাশ:  ০১ এপ্রিল ২০২১, ১২:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

১৭ চৈত্র থেকে ৭দিন ব্যাপী হয়ে আসা মতলব উত্তরের বেলতলি বদরপুর লেংটার মেলা বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। তারপরও দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা শাহ সোলেমান লেংটার (রঃ) মাজার জিযারতের উদ্দেশ্যে ছুটে আসছে। এমতাবস্থায় দর্শনার্থী ঠেকাতে তৎপর মতলব উত্তর থানা পুলিশ।
বুধবার দিনভর শাহ সোলেমান (রঃ) মাজার এলাকার চতুর্দিকের রাস্তার মোড়ে মোড়ে পুলিশ ডিউটিরত ছিলো। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে অর্র্ধশত পুলিশ ফোর্স দায়িত্ব পালন করে যাচ্ছেন।
বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় মতলব উত্তর নিরাপদ রাখতে প্রশাসন গত বছরের মতো এবারো এ উদ্যোগ গ্রহণ করে। করোনা মহামারীর কারণে ইতিমধ্যে সরকার ১৮টি নির্দেশনা দিয়েছে। নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের তৎপরতা লক্ষ্যণীয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, করোনা মহামারীর কারণে সারা বিশ^ আজ বিপর্যস্ত। জেলা প্রশাসন সকল দিক বিবেচনা করে শাহ সোলেমান (রঃ)-এর ওরফ শরীফ করার অনুমতি দেননি। অতএব মাজার এলাকায় কোনো বহিরাগত দর্শনার্থী প্রবেশ করতে পারবে না। সরকারের আদেশ মোতাবেক মতলব উত্তর থানা পুলিশ কাজ করছে। এ কাজে জেলা পুলিশ লাইন থেকে অতিরিক্ত ৩০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, সোলেমান লেংটার বোনের বাড়ি মতলব উত্তরের বদরপুরে মাজারটি অবস্থিত। ১৩২৫ বাংলা সনের ১৭ চৈত্র শাহ্সূফী সোলেমান লেংটা তার বোনের বাড়ি বদরপুর গ্রামে মৃত্যুবরণ করলে সেখানে তাঁকে সমাহিত করা হয়। পরবর্তীতে এটি মাজার হিসেবে রূপ নেয়। প্রতি বছর চৈত্র মাসের ১৭ তারিখে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৭দিন ব্যাপী ওরশ অনুষ্ঠিত হয়ে থাকে এবং মেলা বসে। ওরশ শুরু হওয়ার কয়েক দিন আগে ও পর পর্যন্ত মেলা স্থায়ী হয়। এছাড়া প্রতি বছর ভাদ্র মাসে ও সপ্তাহের বৃহস্পতিবার মাজারে ভক্তদের আগমন ঘটে। চৈত্র মাসের ১৭ তারিখের মেলায় দেশের বিভিন্ন স্থানসহ পার্শ্ববর্তী দেশ থেকে প্রতিদিন ৫-১০ লক্ষাধিক ভক্ত, আশেকান ও সাধারণ জনগণ আসা-যাওয়া করেন। ওরসকে কেন্দ্র করে কয়েক কিলোমিটার জুড়ে মেলায় বসে রকমারি দোকান ও বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তদের আস্তানা।

 

সর্বাধিক পঠিত