• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জের নবাগত ইউএনও মোমেনা আক্তার

প্রকাশ:  ০১ এপ্রিল ২০২১, ১২:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কুমিল্লার মেয়ে মোমেনা আক্তার হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিচ্ছেন। আজ বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্বভার বুঝে নিবেন। এর আগে তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নির্বাহী কর্মকর্তার দায়িত্ব করছিলেন। কুমিল্লার মেয়ে মোমেনা আক্তারকে দায়িত্বভার বুঝিয়ে দিবেন বিদায়ী ইউএনও বৈশাখী বড়–য়া।
এদিকে গত ৯ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে জারীকৃত এক প্রজ্ঞাপনে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়াকে পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সিনিয়র সহকারী প্রধান (সিনিয়র সহকারী সচিব) হিসেবে বদলি করা হয়। তিনি হাজীগঞ্জে প্রায় সাড়ে তিন বছর সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
জানা গেছে, ইউএনও মোমেনা আক্তার এর আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি পদোন্নতি পেয়ে ২০১৮ সালের ১০ জুলাই বাঁশখালী উপজেলার ইউএনও হিসেবে যোগদান করেন।

 

সর্বাধিক পঠিত