• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মঙ্গলবার চাঁদপুরে ১৭ জনের করোনা শনাক্ত

প্রকাশ:  ০১ এপ্রিল ২০২১, ১২:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গত মঙ্গলবার চাঁদপুরে ১১০ জনের স্যাম্পল পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চাঁদপুর জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৩১৪৮ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা যায়।
আরো জানা যায়, মঙ্গলবার চাঁদপুর ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১১০ জনের মধ্যে ১৭ জনের পজিটিভ রিপোর্ট আসে এবং বাদবাকি ৯৩ জনের রিপোর্ট নেগেটিভ আসে। পজিটিভ ১৭ জন হচ্ছে : সদর উপজেলায় ১২, মতলব দক্ষিণে ১ জন, ফরিদগঞ্জে ২জন, হাইমচরে ১জন ও শাহরাস্তিতে ১ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত ৩১৪৮ জনের মধ্যে মারা গেছেন ৯৩ জন।
উপজেলাভিত্তিক আক্রান্তদের সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদর ১৪০১ জন, হাইমচর ১৮২ জন, মতলব উত্তর ২৩৪ জন, মতলব দক্ষিণ ৩২৪ জন, ফরিদগঞ্জ ৩৪০ জন, হাজীগঞ্জ ২৭৮ জন, কচুয়া ১১২ জন ও শাহরাস্তি ২৭৭ জন। এছাড়া ঢাকা হতে আগত ৪ জন, লক্ষ্মীপুর থেকে ২ জন, মতলব (দঃ) আইসিডিডিআরবি হতে প্রাপ্ত ৩০ জন, কুমিল্লা মেডিকেল কলেজ হতে প্রাপ্ত ১ জন ও নারায়ণগঞ্জ থেকে আগত ১ জন আক্রান্ত হওয়ার মোট হিসেবে রয়েছে।
মারা যাওয়া ৯৩ জন হচ্ছে- চাঁদপুর সদর ৩২, ফরিদগঞ্জ ১৪, হাজীগঞ্জ ১৭, শাহরাস্তি ৭, কচুয়া ৬, মতলব উত্তর ১১, মতলব দক্ষিণ ৫ ও হাইমচর উপজেলায় ১ জন।
আরো জানা যায়, জেলায় মোট আক্রান্ত ৩১৪৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৮২৮ জন। মৃত্যু এবং সুস্থ বাদ দিয়ে ২২৭ জন বর্তমানে চিকিৎসাধীন আছেন।

 

সর্বাধিক পঠিত