• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে হরতাল বিরোধী মিছিল

প্রকাশ:  ৩১ মার্চ ২০২১, ১৬:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হেফাজতে ইসলামের ডাকা হরতালের প্রতিবাদে ফরিদগঞ্জে উপজেলা ও পৌর আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গত রোববার সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান আজাদ, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক, সাবেক ছাত্রনেতা মাহবুব মোর্শেদ, শাহ আলম শেখ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ প্রমুখ।

সর্বাধিক পঠিত